No latest news  
 • ময়মনসিংহ জিলা স্কুল
   ময়মনসিংহ জিলা স্কুল একটি ঐতিহ্যবাহী বিদ্যায়তন। এর রয়েছে দেড় শত বছরেরও অধিক গৌরবময় ইতিহাস। অনেক কীর্তিমান ব্যক্তিত্ব এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সরকারের ঘোষিত ভিশন ২০২১ অর্জনের উদ্দেশ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের সাথে তাল মিলিয়ে চলছে ময়মনসিংহ জিলা স্কুল। এক্ষেত্রে বিদ্যালয়টি কোন অংশে পিছিয়ে নেই। ওয়েবসাইটের মাধ্যমে স্কুলের সকল তথ্য ছাত্র, শিক্ষক ও অভিভাবক কাছে দ্রুত পৌছে দেওয়ার ব্যবস্থা কর হয়েছে। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রস্তুত করাসহ সকল কাজ অনলাইন সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আশা করছি ভবিষ্যতে ছাত্র ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। বিদ্যালয়ের আপডেট তথ্য সকলের কাছেপৌঁছে দেওয়ার জন্য জিলা স্কুলের ওয়েব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷
   নোটিশ
    তারিখঃ ২৯/০৯/২০১৫ 

   ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অবগতির জন্যঃ

   * বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০/০৯/১৫ তারিখ সকাল ১০টায় হলরুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের মাননীয় উপ-পরিচালক জনাব এ.কে.এম ফজলুল হক। সকলকে সকাল ০৯:৩০ টায় উপস্থিত থাকার জন্য বলা হলো

   * নির্বাচনি পরীক্ষা-১৫ এর কারণে আগামী ০১/১০/১৫ থেকে ০৭/১০/১৫ তারিখ পযন্ত প্রভাতি শাখার ক্লাস স্থগিত থাকবে, দিবা শাখার ক্লাস চলবে এবং ০৮/১০/১৫ থেকে ১৭/১০/১৫ তারিখ পযন্ত দিবা শাখার ক্লাস স্থগিত থাকবে, প্রভাতি শাখার ক্লাস চলবে।

   * আগামী ০৫/১০/১৫ থেকে ২০/১০/১৫ পযন্ত শিউরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বার্ষিক/নির্বাচনি পরীক্ষার ফিসহ অক্টোবর-ডিসেম্বর-১৫ পযন্ত বেতন পরিশোধ করতে হবে। এর মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে বার্ষিক পরীক্ষার ফলাফল স্থগিত থাকবে।

   পরীক্ষার ফিসহ বেতনের পরিমাণঃ
   ৩য় ও ৪র্থ শ্রেণীঃ ৫৮৩.০০ টাকা
   ৫ম শ্রেণীঃ ৩৯৩.০০ টাকা
   ৬ষ্ঠ শ্রেণীঃ ৬৫৫.০০ টাকা
   ৭ম শ্রেণীঃ ৬৬১.০০ টাকা
   ৮ম শ্রেণীঃ ৪১১.০০ টাকা
   ৯ম ও ১০ম শ্রেণীঃ ৬৯০.০০ টাকা

   প্রধান শিক্ষক


   শিওরক্যাশ এর মাধ্যমে বেতন প্রদানের জন্য ছাত্রদের আইডি-ক্লিক করুন